Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অনেক দেশে তো তেলের দাম দ্বিগুণ বেড়েছে : সেতুমন্ত্রী
--সংগৃহীত ছবি

অনেক দেশে তো তেলের দাম দ্বিগুণ বেড়েছে : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক:

ইউক্রেন যুদ্ধের কারণে ভোজ্যতেলের দাম অনেক দেশে দুই গুণের বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ যুদ্ধের কারণে শুধু তেল নয়, খাদ্যসামগ্রী, জ্বালানি সবকিছুর দাম বিশ্বে ঊর্ধ্বমুখী।

আজ শুক্রবার (৬ মে) দুপুরে সাইনবোর্ড এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ছয় লেনের প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ তো আইসোলেটেড কোনো আইল্যাল্ড নয়।

কাজেই প্রভাব প্রতিক্রিয়া সব জায়গায় পরবেই, এতে কিছু করার নেই।

শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শ্রীলঙ্কার মতো দেশের রিজার্ভ মাত্র ৫০ মিলিয়ন। কয়েক দিন আগেও দুই বিলিয়ন ছিল। আমাদের এখনও ৪৪ বিলিয়ন ডলার। শেখ হাসিনা সত্যিকার অর্থে সংকটে ক্রাইসিস মুহূর্তের ম্যানেজার। তিনি করোনাকালে দূরদর্শী নেতৃত্ব দিয়ে, কমনসেন্স দিয়ে প্ল্যান করেছেন-সমাধান করেছেন।

এবারের ঈদে বিগত যেকোনো সময়ের তুলনায় সড়ক ভালো থাকায় মানুষের মুখে হাসি দেখতে পেয়ে ওবায়দুল কাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মানুষ নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি। তবে মানুষের ভোগান্তি না হওয়াতে বিএনপির কষ্ট পেয়েছে। কারণ মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply