Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন পার্থ
--ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন পার্থ

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।’

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর : স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলব তারা যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।

বিজেপি চেয়ারম্যান বলেন, ‘এ সরকার প্রথম যে ভুল করেছে, পরিবর্তনকে কেবল বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে।

কিন্তু এটা ১৫-১৭ বছরের প্রতিফলন। যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে।’বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন, ‘এমন মানুষ সরকারে থাকা দরকার, যাদের মানুষের সঙ্গে কানেকটিভিটি আছে। আপনাদের রাজনৈতিক দলকে গুডবুকে নিয়েই কাজ করতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply