Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
--ফাইল ছবি

আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। পরে ২৪ আগস্ট ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন আইভি রহমান।

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। এ কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা অংশ নেবেন। এ ছাড়া ভৈরবে নানা কর্মসূচি পালন করা হবে।উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও আইভি ভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

About Syed Enamul Huq

Leave a Reply