আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে এখনো কথা বলার সময় আসেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
আজ রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনো আসেনি। সময়ই বলে দেবে আমরা কী করব।
জেলা প্রশাসক সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার সেশনে নির্বাচন কমিশন অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।
জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না।
ডিসিদের দলীয় মানসিকতার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
