Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আগামীর উন্নয়ন অব‍্যাহত রাখতে নৌকায় ভোট দিন- এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম
--প্রেরিত ছবি

আগামীর উন্নয়ন অব‍্যাহত রাখতে নৌকায় ভোট দিন- এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩নং নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ আগস্ট ) বিকালে নবাবপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আজিজ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলেই আগামীর উন্নয়ন অব‍্যাহত থাকবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমুল পর্যায়ে দলকে আরও বেশি করে সু-সংগঠিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে। যদি বিএনপি-জামাত আবার ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর ফের নির্যাতনের খড়গ নেমে আসবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পদ পদবি নিয়ে কোন নোংরা রাজনীতি করা যাবেনা। নবীন প্রবীণদের সমন্বয়ে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করা হবে। আগের চেয়ে নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ অনেক বেশী শক্তিশালী। আগামী সংসদ নির্বাচনের আগে তৃণমূল আওয়ামী লীগে কোন প্রকার গ্রুপিং থাকবে না। কেউ আমার লোক, কেউ অন্যের লোক, সেটি বলে লাভ নেই। সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লোক। আগামীর উন্নয়ন অব‍্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাকেই নৌকার মনোনয়ন দিক আমরা সবাই তার জন‍্য কাজ করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফকরুজ্জামান মুকুট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সুফি, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, নারদ কুমার বাছাড়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার বাসারুল আলম ( বাপ্পু) ও নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, মানিক সরদার, বিল্লাল চৌধুরী,আলী আজম, আনেওয়াল, রতন কুমার শর্মা ফজলুল হক, মোশারফ হোসেন আইয়ুব, আব্দুল জলিল শেখ, আব্দুল হাই, বাদশা আলমগীর প্রমুখ।  এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply