Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আজ থেকে সাত দিনই চলবে মেট্রো রেল

আজ থেকে সাত দিনই চলবে মেট্রো রেল

অনলাইন ডেস্কঃ

মেট্রো রেল আজ থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলাচল করবে। ফলে রাজধানীবাসী এখন থেকে সপ্তাহের সাত দিনই মেট্রো রেলে ভ্রমণ করতে পারবে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর করা কাজীপাড়া স্টেশন বিশেষ ব্যবস্থায় আজ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে মিরপুর ১০ নম্বরে অবস্থিত স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় কবে নাগাদ চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ভাঙচুর করা হয়। গত ২৫ আগস্ট চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামীকাল (আজ) থেকে মেট্রো রেল শুক্রবারও চলবে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামীকাল (শুক্রবার) থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন প্রাথমিকভাবে চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply