Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আজ দুপুরে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
--ফাইল ছবি

আজ দুপুরে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক:

বিশ্বের দূষিত বা খারাপ বাতাসের শহরের তালিকায় শীর্ষ উঠে এলো বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ শনিবার দুপুর ১টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর  ১৮৮ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। এর আগের দিন অর্থাৎ শুক্রবার (২৭ জানুয়ারি) বায়ু দূষণের শীর্ষে ছিল ঢাকা।

একই সময়ে শনিবার অস্বাস্থ্যকর শহরের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। তার পরেই আছে ভারতের দিল্লি (স্কোর ১৭৮)। দূষিত শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে ভারতের মুম্বাই (স্কোর ১৭৪) ও ইরাকের বাগদাদ (স্কোর ১৭৩)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত সকলের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

About Syed Enamul Huq

Leave a Reply