Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য, ৬০০ কোটির সম্পত্তি ফিরিয়ে দেন এই নায়িকা
--সংগৃহীত ছবি

আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য, ৬০০ কোটির সম্পত্তি ফিরিয়ে দেন এই নায়িকা

অনলাইন ডেস্কঃ

সময়টা তখন ২০০০ সালের মাঝামাঝি, যখন ঐশ্বরিয়া রাই বচ্চন, রানি মুখার্জি এবং কারিনা কাপুর শীর্ষ তালিকায় নিজেদের নাম লেখানোর জন্য প্রতিযোগিতা করছেন। ওই সময়ে আরও একজন নায়িকা ছিলেন যিনি বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন।

সেই সময়ের সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী না হলেও ৬০০ কোটির সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সাহস ছিল তাঁর মধ্যে। ২০১১ সালে কামাল আমরোহি নিজের ৬০০ কোটি রূপির সম্পত্তি অভিনেত্রীর নামে লিখে দেওয়ার ঘোষণা করেছিলেন।

এর কারণ তাঁর সন্তান শানদার আমিরোহি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন। এত বড় একটা সুযোগ আসার পরেও তা প্রত্যাখ্যান করেন নায়িকা।এরও আগে ২০০১ সালে ২৬ বছর বয়সী এই অভিনেত্রী একা দাঁড়িয়ে ছিলেন আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে। কুখ্যাত গ্যাংস্টার ছোট শাকিল যখন প্রযোজক ভারত শাহকে টাকার জন্য জোর করেন এবং মামলাটি যখন কোর্ট পর্যন্ত পৌঁছায় তখন বাকি অভিনেতা-অভিনেত্রীরা সরে গেলেও এই নায়িকা কোর্টে গিয়ে বলেন, ছোট শাকিল তাঁর থেকে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।

ছোট শাকিলের বিরুদ্ধে অভিনেত্রীর এই সাহসিকতার জন্য তাঁকে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল কৃষ্ণ আদভানি সশস্ত্র নিরাপত্তা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন কিন্তু নায়িকা তা প্রত্যাখ্যান করে দেন। পরবর্তী সময়ে অভিনেত্রীকে গডফ্রে ফিলিপস জাতীয় সাহসিকতা পুরস্কারে পুরস্কৃত করা হয়।

এত কিছুর পরেও মাত্র ৩২ বছর বয়সে বলিউডকে বিদায় জানান এবং বিয়ে করে বিদেশে চলে যান এই নায়িকা। বর্তমানে আইপিএল দল পাঞ্জাব কিংস- এর মালিক হলেন এই নায়িকা।

এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে। হ্যাঁ একদমই ঠিক, এই সাহসী অভিনেত্রী ছিলেন প্রীতি জিনতা।মণি রত্নম পরিচালিত ‘দিল সে’ ছবিতে সহ অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রীতি। পরবর্তী সময়ে কেয়া কেহনা, সোলজার ছবির হাত ধরে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। বলিউডকে বিদায় জানালেও এখনও বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয় তাঁকে।

About Syed Enamul Huq

Leave a Reply