Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আপনি বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছেন- প্রধান উপদেষ্টাকে ড. তাজ হাশমী
--ড. তাজ হাশমী।

আপনি বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছেন- প্রধান উপদেষ্টাকে ড. তাজ হাশমী

অনলাইন ডেস্কঃ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে অনলাইন অ্যাক্টিভিস্ট ড. তাজ হাশমী বলেছেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। নোবেল পুরস্কার পাওয়ার জন্য বা আপনার অবস্থানে থাকার জন্য আমি আপনাকে নিন্দা করছি না। আপনি আমার সহকর্মী ছিলেন। যখন আপনি ক্ষমতায় আসেন, আপনি জানেন আমি কত খুশি হয়েছিলাম।

এবার কাজ হবে। ড. ইউনুস সারা বিশ্বের নাম। তিনি বাংলাদেশকে উদ্ধার করবেন। আপনি বাংলাদেশকে উদ্ধার করেননি, আপনি বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছেন।
 
সম্প্রতি একটি ভিডিও বার্তায় ড. তাজ হাশমী এসব কথা বলেন।তাজ হাশমী বলেন, ড. ইউনূসের সঙ্গে বিএনপি এখন একেবারে মাঠে নেমে গেছে। ড. ইউনুস গত শুক্রবার জাতিকে বলেছেন, বিচার বিভাগীয় সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন সঠিক সময়ে আপনাদের কাছে নির্বাচনের একটি বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।

কিন্তু চট্টগ্রাম বন্দর, আরাকান করিডোর—এগুলো ড. ইউনুসের ম্যান্ডেটের মধ্যে ছিল না, তিনি ম্যান্ডেটের বাইরে গিয়ে একটি বিপজ্জনক পথে হাঁটছেন।জুলাই সনদ প্রসঙ্গে ড. হাশমী বলেছেন, ইউনুস সাহেব বলেছেন, আগামী জুলাই মাসে তার সরকার জুলাই সনদ বা চার্টার প্রস্তুত করবে এবং জাতির সামনে তুলে ধরবে। আর এই চার্টার যারা ছাত্ররা আন্দোলন করেছিল তাদের। এমন কি চার্টার করেছেন এই ছাত্রবৃন্দ। যারা আপনার দুই উপদেষ্টা হয়েছেন এবং আপনার উপদেষ্টা সভার বাইরে রয়েছেন, তাদের সব কার্যক্রম—তারা সচিবদের চারপাশে লবিং করছে, তারা পদোন্নতির নামে টাকা নিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় টাকা নিয়ে বলছে যে আগামী পাঁচ বছরে আমাদের অনেকেই মন্ত্রী হব। আর তাদের অনেকেই গাড়ি চালানো নিয়ে অদ্ভুত কথা বলেছে—আমরা এই গাড়ি চালাব, আমরা সেই গাড়ি চালাব।

About Syed Enamul Huq

Leave a Reply