Wednesday , 29 November 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আমার বিরুদ্ধে অভিযোগ ডাহা মিথ্যা : পররাষ্ট্রমন্ত্রী
--ফাইল ছবি

আমার বিরুদ্ধে অভিযোগ ডাহা মিথ্যা : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

সম্প্রতি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে ধরনা দেওয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে সেগুলোর কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে আমি ধারে কাছেও নাই। এগুলো ডাহা মিথ্যা।

মন্ত্রী আরো বলেন, আমি নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। আমি স্থিতিশীলতার কথা বলেছি। সবদিকে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। আমি এগুলো নিয়ে কথা বলেছি।

সোমবার মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভার্চুয়ালি সভায় যুক্ত হন। সকাল ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এসে উপস্থিত হন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply