Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আমু গ্রেপ্তারের পর আলোচনায় দত্তক মেয়ে সুমাইয়া
--Collected pic

আমু গ্রেপ্তারের পর আলোচনায় দত্তক মেয়ে সুমাইয়া

অনলাইন ডেস্ক:

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমু রিমান্ডে থাকলেও বাইরে আলোচনায় তার মেয়ে হিসেবে পরিচিত সুমাইয়া। নিঃসন্তান আমুর দত্তক মেয়ে সুমাইয়া হোসেন।

সুমাইয়া আমির হোসেন আমুর শ্যালিকা মেরী আক্তারের মেয়ে।

শিল্পমন্ত্রী থাকাকালে আমুর এপিএস ছিলেন কিরন। সেই কিরন সুমাইয়ার বাবা।

খোঁজ নিয়ে জানা গেছে, আমুর অবৈধপথে আয়ের বড় অংশই সুমাইয়ার কাছে। হুন্ডির মাধ্যমে পাঠানো অবৈধ পন্থায় আয় করা শতকোটি টাকা ওই মেয়ের কাছে পাঠিয়েছেন আমু।

আমির হোসেন আমুর নির্বাচনী এলাকা ঝালকাঠীর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিরনের বাড়ি ঢাকা বিভাগের নরসিংদী জেলায়।

কিরনের মাধ্যমেই নির্বাচনি এলাকা থেকে শত শত কোটি টাকা কামিয়েছেন আমু। যার প্রায় পুরোটাই এখন দুবাইতে তার মেয়ে সুমাইয়ার কাছে আছে বলে ধারণা স্থানীয়দের।

About Syed Enamul Huq

Leave a Reply