Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘আলোচনার যুগ শেষ’, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের
--সংগৃহীত ছবি

‘আলোচনার যুগ শেষ’, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

অনলাইন ডেস্কঃ

পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানিয়েছেন, আলোচনার যুগ শেষ হয়েছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, আলোচনা ও সন্ত্রাসবাদ কখনোই একসঙ্গে চলতে পারে না। এ ছাড়া শুক্রবার বই প্রকাশের এক অনুষ্ঠানে হাজির হয়ে জয়শঙ্কর জানান, পাকিস্তান নিয়ে কোনোভাবেই আর নরম পন্থা নেবে না ভারত।

জয়শঙ্কর জানান, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল, তা এখন শেষ হয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠছে।

এখানেই থেমে থাকেননি জয়শঙ্কর। তিনি আরো বলেন, ‘পাকিস্তান বরাবর আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কখনোই আলোচনায় বসবে না।’

এদিন শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ নিয়েও মতামত প্রকাশ করেন জয়শঙ্কর। শেখ হাসিনা সরকারের পতন, নতুন সরকার গঠন ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনো দেশ তাদের প্রতিবেশীদের নিয়ে চিন্তিত নয়? প্রতিবেশীদের সঙ্গে সমস্যা রয়েছেই। তবে প্রতিবেশী দেশে যে সরকারই ক্ষমতায় থাকবে, তাদের সঙ্গেই আমরা আলোচনা করব। সেটাই স্বাভাবিক।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

About Syed Enamul Huq

Leave a Reply