Sunday , 19 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আ. লীগের নির্বাচনে আসা প্রসঙ্গ : বক্তব্য পরিষ্কার করলেন বদিউল আলম মজুমদার
--বদিউল আলম মজুমদার। ফাইল ছবি : ফেসবুক

আ. লীগের নির্বাচনে আসা প্রসঙ্গ : বক্তব্য পরিষ্কার করলেন বদিউল আলম মজুমদার

অনলাইন ডেস্কঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গণমাধ্যমের খবরে বলা হয়, বদিউল আলম মজুমদার গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নাই।’ তার এ বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ব্যাখ্যা দেন বদিউল আলম মজুমদার।

‘আমি আরো বলেছি, ভবিষ্যতে আইন-কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এটি বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়।

তিনি বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে, বিপুল সংখ্যক ছাত্র-জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত ৫ আগস্ট এক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা রেখেছি এবং নানা ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে।

About Syed Enamul Huq

Leave a Reply