Saturday , 21 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকের দৃষ্টিতে সম্পর্ক গড়তে চায় ব্রিটেনও

ইন্দো-প্যাসিফিকের দৃষ্টিতে সম্পর্ক গড়তে চায় ব্রিটেনও

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আন্ডারসেক্রেটারি আজরা জেয়া গত সপ্তাহে বাংলাদেশ সফরে এসে আরো উন্মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক গড়তে বাংলাদেশকে অপরিহার্য অংশীদার বলে মন্তব্য করেন। এবার যুক্তরাজ্যও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তার ইন্দো-প্যাসিফিক লক্ষ্যের আলোকে দেখছে।

ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর গত সোমবার ‘যুক্তরাজ্য-বাংলাদেশ উন্নয়ন অংশীদারির সারমর্ম, জুলাই ২০২৩’ শীর্ষক নীতিগত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশকে নিয়ে যুক্তরাজ্যের ছয়টি লক্ষ্য স্থান পেয়েছে।

বাংলাদেশে যুক্তরাজ্যের দ্বিতীয় লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রীতিনীতির বিষয়ে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার, নাগরিক সমাজ, যুব, রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে।

বাংলাদেশকে নিয়ে যুক্তরাজ্যের তৃতীয় লক্ষ্য নারী ও কন্যাশিশু এবং বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য বাংলাদেশের জনগণ, বিশেষ করে নারী ও কন্যাশিশুর অধিকার, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করবে।

বাংলাদেশে যুক্তরাজ্যের চতুর্থ লক্ষ্য অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে।

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আরো জোরালো সম্পর্ক গড়ার পরিকল্পনার কথা বলেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। পঞ্চম লক্ষ্য হিসেবে বলা বলেছে, ‘যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব জলবায়ু পরিবর্তন ও পরিবেশের প্রতি প্রতিশ্রুতিশীল এবং আরো জলবায়ু সহনশীল, কম কার্বন-নিবিড় এবং পরিচ্ছন্ন বাংলাদেশের জন্য সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে—আমরা এটি নিশ্চিত করার চেষ্টা করব।’ জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর সঙ্গে আরো ভালোভাবে খাপ খাইয়ে নিতে জনগণকে সহায়তা করার জন্য যুক্তরাজ্য বিভিন্ন কর্মসূচি, রাজনৈতিক সম্পৃক্ততা ব্যবহার করবে।

বাংলাদেশে যুক্তরাজ্যের ষষ্ঠ লক্ষ্য রোহিঙ্গা ও দুর্যোগ প্রস্তুতির বিষয়ে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও কার্যকরভাবে সাড়া দিতে যুক্তরাজ্য বাংলাদেশকে কার্যকরভাবে সহায়তা করবে।

About Syed Enamul Huq

Leave a Reply