Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইবি ছাত্রীকে নির্যাতন : সত্যতা মিলেছে ছাত্রলীগের তদন্তেও
--ফাইল ছবি

ইবি ছাত্রীকে নির্যাতন : সত্যতা মিলেছে ছাত্রলীগের তদন্তেও

অনলাইন ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে নির্যাতনের আলোচিত ঘটনায় তদন্ত প্রতিবেদন কেন্দ্রে পাঠিয়েছে শাখা ছাত্রলীগ গঠিত তদন্ত কমিটি। গতকাল রবিবার রাতে কমিটি প্রতিবেদন প্রস্তুত করে ইমেইলের মাধ্যমে কেন্দ্রে জমা দিয়েছে। কমিটির আহবায়ক ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনিক বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, ছাত্রলীগের তদন্ত প্রতিবেদনেও নির্যাতনের সত্যতা পাওয়া গেছে বলে। অভিযুক্ত, ভুক্তভোগী ও গণরুমের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পর্যালোচনা করে প্রতিবেদন তৈরী করে তদন্ত কমিটি।

এদিকে, গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সেই প্রতিবেদনেও অভিযোগকারী ছাত্রীকে অমানুষিকভাবে নির্যাতনের তথ্য উঠে এসেছে। সত্যথা মিলেছে বিবস্ত্র ভিডিও ধারণের বিষয়েও। নির্যাতনের বর্ণনায় তদন্ত কমিটির সদস্যরাও বিব্রত হন বলে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই মোট ১১ পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে কমিটি। এর সঙ্গে শতাধিক পৃষ্ঠার সংযুক্তি দেওয়া হয়। তবে সেখানেও কোন সুপারিশ করা হয়নি। প্রতিবেদনের একটি কপি ইতোমধ্যেই হাইকোর্টে পাঠানো হয়েছে।

সুত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply