Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঈশ্বরগঞ্জে আদালতের নির্দেশে ৩৯দিন পর কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন
--প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জে আদালতের নির্দেশে ৩৯দিন পর কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার:
ঈশ্বরগঞ্জে আদালতের নির্দেশে লাশ দাফনের ৩৯ দিন পর কবর থেকে এক কিশোরীর লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যট কাশপিয়া তাসরিন এর উপস্থিতিতে ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার গোরস্থান থেকে উপজেলার উচাখিলা ইউনিয়নের স্বপন মিয়ার কন্যা স্বর্ণা আক্তারের (১৬) লাশ উত্তোলন করা হয়। উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে স্বর্ণাকে ধর্ষণ ও গর্ভপাত ঘটিয়ে হত্যার অভিযোগ এনে স্বর্ণার পিতা বাদী হয়ে গত ২৪ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। ৩১ মে মামলাটি ঈশ্বরগঞ্জ থানায় নথিভূক্ত হওয়ার পর সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটি ময়মনসিংহ ডিবিতে স্থানান্তর করা হয়। জেলা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক মামলাটির সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর সঠিক কারন উদঘাটনের নিমিত্তে এই লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য স্বর্ণা গত ১২ মে রাত দুইটায় ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ফারুক আহম্মেদ প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply