Thursday , 12 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়ার পালংখালীতে অবাধ্য ছেলের হাতে রক্তাক্ত পিতা!

উখিয়ার পালংখালীতে অবাধ্য ছেলের হাতে রক্তাক্ত পিতা!

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অবাধ্য পুত্রের হাতে নির্নম নির্যাতনে রক্তাক্ত হয়েছে এক হতভাগা পিতা।
অবাধ্য ছেলের হাতে নির্যাতিত পিতা পালংখালীর কেদার খোলার ঘোনারপাড়া এলাকার আবদুল মোনাফ মাঝি অশ্রুসজ্জ্বল কন্ঠে জানান,তিনি জীবীকার তাগিদে কক্সবাজার-চট্রগ্রামে কাঠ মিস্ত্রি হিসেবে ফিশিং বোট নির্মাণ কাজের পেশায় আছেন।
করোনাকালীন সহ বিভিন্ন সময়ে বেশকিছু টাকা ধারদেনায় রয়েছেন।ধারদেনা পরিশোধ করার জন্য বসতভিটির একখন্ড জমি বিক্রির ঘোষণা দেন।এনিয়ে পিতা-পুত্র বাকবিতন্ডায় জড়ায়।এক পর্যায়ে সোমবার দুপুরে ছেলে সোলতান আহমদ(২৯) কোন কিছু বুঝে উঠার আগেই পিতা আবদুল মোনাফ মাঝি(৫৫) কে কাঠের বিরালী দিয়ে মেরপ শরীরের বিভিন্ন অংশে কাটাফোলা নিলা ও রক্তাক্ত জখম করে মাটিতে লুটিয়ে ফেলে।খবর পেয়ে আত্মীয়স্বজন ও পাড়ালী লোকজন আবদুল মোনাফ কে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করান।পরবর্তী উখিয়া থানায় অবাধ্য ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply