Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়ার ৫ ইউপি’র ৬০ সদস্য-সদস্যা শপথ গ্রহণ করলেন

উখিয়ার ৫ ইউপি’র ৬০ সদস্য-সদস্যা শপথ গ্রহণ করলেন

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারে উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওর্য়াডের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান সোমবার (২৭ ডিসেম্বর)বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনিজাম উদ্দিন আহমেদ। উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার তাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাবু পরিমল বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী,রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।
নব নির্বাচিত পুরুষ ও মহিলা মেম্বারদের কে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনিজাম উদ্দিন আহমেদ। শপথ বাক্য পাঠ করানোর পূর্বে ইউএনও বলেছেন,জনগণ যে বিশ্বাস নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন সেই বিশ্বাসের অসম্মান যেন না হয়।
শপথ পাঠ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বিশ্বাস ।উল্লেখ যে উপজেলার ৫ টি ইউনিয়নে ৬০ জন পুরুষ ও মহিলা মেম্বার শপথ গ্রহণ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply