Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়া উপজেলায় গণ টিকাদান কার্যক্রম শুরু প্রথম ধাপে ৩ হাজার ১৫০ জন টিকা পাচ্ছে

উখিয়া উপজেলায় গণ টিকাদান কার্যক্রম শুরু প্রথম ধাপে ৩ হাজার ১৫০ জন টিকা পাচ্ছে

উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ার ৫ ইউনিয়নে করোনার গণটিকা কর্যক্রম একযোগে শুরু হয়েছে।শনিবার (৭ আগস্ট) সকালে রাজাপালং ইউনিয়নের আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন।

এ সময় রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার, মেম্বার নুরুল কবির, সালাহ উদ্দিন ও মহিলা মেম্বার কামরুন নেছা উপস্থিত ছিলেন।

এদিকে রত্না পালং ইউনিয়ন পরিষদে ভ্যাক্সিনেশন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন । এ সময় রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার, মেম্বার মোকতার আহমদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক ভাবে গণটিকা কার্যক্রম আরম্ভ করেছি। ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে ৩ হাজার ১শত ৫০ জনকে কোভিড নাইন্টিন টিকা দেয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply