Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় ফয়েজ আহমদের নিন্দা
--সংগৃহীত ছবি

উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় ফয়েজ আহমদের নিন্দা

অনলাইন ডেস্কঃ

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। গতকাল বুধবার মধ্যরাতে ফেসবুক পোস্টে এ নিন্দা জানান তিনি।

এর আগে গতকাল বুধবার তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এ ঘটনায় নিন্দা জানিয়ে দেওয়া ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, “৭১ প্রশ্নটি আপসযোগ্য নয়—এমন সৎ উচ্চারণের কারণে মাহফুজ আলমের ওপরে বর্বর ভাষায় আক্রমণ হয়েছে।

তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতীকী পশু বলি দেওয়া হয়েছে। এমন জঘন্য কাজের পরে আজ তাঁর ওপর টার্গেটেড হামলা হয়েছে।”তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সর্বজন শ্রদ্ধেয় ছাত্রনেতা এবং একই সঙ্গে আমার সম্মানিত সহকর্মী হিসেবে, তাঁর ওপর ক্রমাগত আক্রমণ হামলা এবং হত্যাচেষ্টার নিন্দা জানাই।

About Syed Enamul Huq

Leave a Reply