মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টারঃ
একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখা দিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছেন বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে এ মন্তব্য করেন এ্যানি।
এসময় এ্যানি আরও বলেন, কোনভাবে একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে? তিনি এ প্রশ্ন তুলে ধরেন।
আল্লাহ’র সন্তুষ্টির জন্য পাঁচ উক্ত নামাজ পড়ার জন্য সহি শুদ্ধ সূরা-কারাত পড়লে হয়। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর আদর্শ জীবনীগ্রন্থ অনুসরণ করলেই যথেষ্ট।
বিএনপির শীর্ষ এ নেতা মাদক কারবারিদের হুশিয়ারি দিয়ে বলেন, সুন্দর সমাজ গঠন করতে হলে এখনই মাদক দূর করতে হবে। আপনারা যারা গ্রামগঞ্জে মাদক ব্যবসা করেন দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো-বা আমরা পুলিশকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবো।
বিএনপির আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা
বিএনপির সদস্য হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক এম.এ ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমী ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বদরুল আলম শ্যামল,চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল, যুগ্ন-আহবায়ক আবদুল খালেক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
