Friday , 17 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদিত

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদিত

অনলাইন ডেস্কঃ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৯৭৪ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা ব্যয় করা হবে।

আজ সোমবার পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভায় তিনটি প্রকল্পসহ প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের জন্য মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার প্রকল্প বাতিল করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, এটি বন্যপ্রাণীদের চলাচল ও জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলতে পারত।

About Syed Enamul Huq

Leave a Reply