Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক স্বৈরাচার দেশে আনতে চাই না : নূর
--সংগৃহীত ছবি

এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক স্বৈরাচার দেশে আনতে চাই না : নূর

অনলাইন ডেস্কঃ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক স্বৈরাচারকে দেশে আনতে চাই না। এ দেশে আর রাজনীতির নামে জমিদারি রাখতে চাই না।

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ ঈদগাহ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ভিপি নুর।

নুরুল হক নুর বলেন, এ দেশে আর এমপির ছেলে এমপি, উপজেলা চেয়ারম্যানের ছেলে উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হতে পারবে না।

তিন বলেন, ২০১৮ সালে আমরাই প্রথম কোটা আন্দোলন শুরু করেছিলাম। যার কারণে ২০২৪ সালে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ, মেহেদী হাসান, দাউদকান্দি উপজেলার জাহিদ হাছান, অধ্যাপক মশিউর রহমান প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply