Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এখন পর্যন্ত এগিয়ে ইমরান সমর্থিত প্রার্থীরা
--সংগৃহীত ছবি

এখন পর্যন্ত এগিয়ে ইমরান সমর্থিত প্রার্থীরা

বিদেশ ডেস্কঃ

পুরো বিশ্বের চোখ এখন পাকিস্তানের দিকে। দেশটিতে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটের ফল প্রকাশে নজিরবিহীন দেরি হচ্ছে। এ ভোট নিয়ে ইতোমধ্যেই কারচুপির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোটের দিন সারা দেশে মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঘটে বিক্ষিপ্ত রাজনৈতিক সহিংসতা।

জিও নিউজের তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬ আসনে, পিএমএল-এন ৫টিতে এবং পিপিপি ৪টিতে জিতেছে। এদিকে পিটিআই নেতা গোহর আলী খান বিজয়ী হয়েছেন বলে দেশটির গণমাধ্যমে এসেছে। পাকিস্তান নির্বাচন কমিশনের অস্থায়ী ফলাফল অনুসারে, পিটিআই নেতা গোহর আলি খান ১ লাখ ১০ হাজার ২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সূত্র: জিও নিউজ, ডন

About Syed Enamul Huq

Leave a Reply