Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘এখন বলতে ইচ্ছা হয়— নাটক কম করো পিও’
--সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল

‘এখন বলতে ইচ্ছা হয়— নাটক কম করো পিও’

অনলাইন ডেস্কঃ

প্রধান উপদেষ্টার পদ থেকে ড. ইউনূসের পদত্যাগ করতে চাওয়ার বিষয়টিকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, হাসিনার আমলে একসময় দেয়ালে লিখত— নাটক কম করো পিও। এখন আমারও বলতে ইচ্ছা করে— নাটক কম করো পিও।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

 মাসুদ কামাল বলেন, ড. ইউনূস যতভাবে সম্ভব এদের মানুষকে অপমান করার চেষ্টা করছেন। আবার উনি শেষ পর্যন্ত পদত্যাগ করার নাটক করলেন। একসময় হাসিনার আমলে দেয়ালে লিখত— নাটক কম করো পিও। এখন আমারো বলতে ইচ্ছা করে যে নাটক কম করো পিও।
মাসুদ কামাল বলেন, আমি উনি যে পদত্যাগ করবেন সেটা কে বলেছে? নাহিদ ইসলাম কে? নাহিদ ইসলাম একটি রাজনৈতিক দলের নেতা। এইটা নিয়ে সবগুলো মিডিয়া নাচতেছে। পরে তো পরিকল্পনা উপদেষ্টা বললেন— না, উনি পদত্যাগের কথা বলেন নাই। প্রেসসচিবকে বলতে শুনলাম— হ্যাঁ, এটা (প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর) আমরা পত্রিকায় দেখেছি।
তাহলে নাহিদ ইসলাম কী বললেন?তিনি বলেন, ওনারা একসময় হাসিনার আমলে দেয়ালে লিখত— নাটক কম করো পিও। এখন আমারও বলতে ইচ্ছা করে যে- নাটক কম করো পিও। এ দেশের মানুষ এত সহজে কিন্তু ভোলে না।

তিনি আরো বলেন, উনি পদত্যাগের কথা বলে দেখছেন যে মানুষ কী বলে। আশা করেছিলেন, পরের দিন শুক্রবার লোকজন ‘যেও না সাথী’ গান গাইতে গাইতে শাহবাগে চলে আসবে।

তবে লোকজন আসে নাই; কান্নাকাটিও হয় নাই। তিনি শীতকালের ওয়াজ গরমকালে করেছেন। এইটা যদি গত অক্টোবরে করতেন, তাইলে অনেকেই যাইতো (শাহবাগে); বলত— আপনি যাইয়েন না।মাসুদ কামাল বলেন, এখন পর্যন্ত তাকে কেউ বলেনি আপনি যাইয়েন না। তিনি জীবনেও যাবেন না। না তাড়ানো পর্যন্ত যাবেন না। কোথায় ধরে তাকে তাড়াবে সেইটা দেখার জন্য অপেক্ষা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply