Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘এবার আর শীতে কষ্ট পাইতে হইবো না’
--প্রেরিত ছবি

‘এবার আর শীতে কষ্ট পাইতে হইবো না’

বিধান মজুমদার, মাদারীপুর:
ষাটোর্ধ  শামসুর রহমান  থাকেন পৌর এলাকায়, বয়সের ভারে শরীর নিস্তেজ হয়ে পড়লেও পেটের দায়ে শ্রম বিক্রি করে চলতে হয় তাকে। শীতকাল আসতে না আসতেই সমস্যা আরো দ্বিগুন বেড়ে যায়, শীতের কারনে থমকে যায় তার কাজকর্ম। যেখানে পেট চালাতে হিমশিম খেতে হয় সেখানে শীতের পোশাক কেনা প্রায় দুঃসাধ্য।গতকাল সোমবার সকাল ১১ টার দিকে মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সকলের মতো শামসুর রহমানও আসেন শীতবস্ত্র কম্বল নিতে। তখন তিনি কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘গেছে বার  শীতেও অনেক কষ্ট পাইছি। গরীব বইল্লা কেউ দেহার আছিলো না, এইবার আর শীতে  কষ্ট পাইতে হইবো না।’ শুধু শামসুর রহমান নয়, তার মতো অনেকেই আজ কম্বল পেয়ে খুশি হয়েছেন। শীত আসতে না আসতেই শীতের প্রকোপ বেড়েই চলেছে। শীতে ধনীদের ভোগান্তি না হলেও, অসহায় গরীবদের শীতে অনেক ভোগান্তি পোহাতে হয়।সেই সব অসহায় মানুষের কথা চিন্তা করেই মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে ও বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সিকদার ফাউন্ডেশনের সভাপতি কামাল সিকদারের সহযোগিতায় শতাধিক অসহায় দুঃস্থ লোকের মধ্যে কম্বল  বিতরণ করা হয়। মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা  সাইফুদ্দিন গিয়াস। প্রধান অতিথি  তার বক্তব্যে বলেন, মৈত্রী মিডিয়া সেন্টারের এই মহৎ উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। তাদের মতো প্রতিটি সংগঠন এই শীতে অসহায় মানুষের পাশে এসে দাড়াঁয় তাহলে শীতে কোনো দুঃস্থ লোককে কষ্ট পেতে হবে হবে না। শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে কামাল উদ্দিন (৬৫) নামে আরো এক ব্যক্তি বলেন, ‘আমরা গরীবরা জানি শীতের রাইতে শীতে কতোডা কষ্ট পাইতে হয়। এই কম্বলডা পাইয়া অনেক উপকার হইলো।’শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের উপদেষ্টা সেলিম ফরাজি, সিনিয়র সহ সভাপতি আয়শা সিদ্দিকা আকাশী, সহ সভাপতি অভিজিৎ কর্মকার, সহ সভাপতি ফরিদ উদ্দিন মুপ্তি, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ন সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, মাদারীপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও জেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য প্রিন্স মাহমুদ সবুজ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।মৈত্রী মিডিয়ায় সভাপতি মাহবুবর রহমান বাদল বলেন, আমাদের এই সংগঠনটি অসহায় মানুষের পাশে সব সময়ের জন্য থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের মৈত্রী মিডিয়া সেন্টার সব সময় মানুষের পাশে থেকে সেবায় করে যাবে।মৈত্রী মিডিয়া সেন্টার নামে সাংবাদিকদের এই সংগঠনটি স্বচ্ছতার সাথে করোনাকালীন সময়সহ বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে জেলায় সংগঠনটি বেশ  সুনাম অর্জন করেছে।

About Syed Enamul Huq

Leave a Reply