Wednesday , 27 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি
--সংগৃহীত ছবি

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা শনিবার (৩ জুন) তুরস্কের আংকারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন।

রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকা তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দ তুরস্ক স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৫টায় এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তুর্কি নেতা এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণের পর পরই প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।

রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।

সূত্র : বাসস

About Syed Enamul Huq

Leave a Reply