এস আলম গ্রুপ ও বিএনপিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সুফিয়ান বলেন, ‘গত শুক্রবার বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে ডিবিসি নিউজ চ্যানেলে বিএনপি ও এস আলম গ্রুপকে নিয়ে একটি বিভ্রান্তিকর, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়। এই সংবাদ দেখে আমরা বিস্মিত হয়েছি।
এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের ফলে জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যারহাউস থেকে এনামুল হক এনামের তত্ত্বাবধানে গ্রুপটির বেশ কয়েকটি গাড়ি বের করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে বলে সংবাদ প্রচার করা হয়েছে।
এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো সংবাদ। প্রকৃত ঘটনা হলো—ওই রাতে কালুরঘাটের বিসিকি শিল্প এলাকার মীর গ্রুপ থেকে এনামুল হক এনামকে ফোন করে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নামে চাঁদা দাবি করা হচ্ছে। খবর পেয়ে নেতাকর্মীদের নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিএনপির নামে কেউ চাঁদাবাজি করতে চাইলে তাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়ে চলে আসি। অথচ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে।’