Sunday , 10 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
--ফাইল ছবি

ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর নিউ ইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সংস্থা বাসস জানায়, আজ রবিবার স্থানীয় সময় বিকেল ৬টায় সড়কপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটন পৌঁছলে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে দুপুর সাড়ে ১২টায় তার নিউ ইয়র্কে সফরকালীন আবাসস্থল দ্য লোটে নিউ ইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছিলেন।

সফর শেষ করে প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছেন।

About Syed Enamul Huq

Leave a Reply