Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কক্সবাজার পুলিশের ৮ ওসিসহ ৩৪ পরিদর্শককে বদলি

কক্সবাজার পুলিশের ৮ ওসিসহ ৩৪ পরিদর্শককে বদলি

চট্টগ্রাম প্রতিনিধি:  সিনহা হত্যাকাণ্ডে এবার কক্সবাজার পুলিশের ৮ থানার অফিসার ইনচার্জ, ওসি তদন্তসহ ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।    পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহা পরিদর্শক  (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়েছে। 
বদলিকৃতরা হলেন- উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু সিলেট রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস বরিশাল রেঞ্জে, ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান খুলনা রেঞ্জে,  রামু থানার ওসি মো. আবুল খায়ের রাজশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজম রংপুর রেঞ্জে, টেকনাফের ওসি (তদন্ত) এবিএমএস দোহা খুলনা রেঞ্জে, ডিএসবি’র ওসি (ডিআই-১) মো. আলী আরশাদ বরিশাল রেঞ্জে, কুতুবদিয়ার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী খুলনা রেঞ্জে, সদর থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মো. মাসুম খান খুলনা রেঞ্জে, রোমেল বড়ুয়া সিআইডি ঢাকায়, মিজানুর রহমান সিআইডি ঢাকায়, মো. মঈন উদ্দিন বরিশাল রেঞ্জে, খোরশেদ আলম সিলেট রেঞ্জে, মো. একরামুল হক বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আমিরুল ইসলাম রংপুর রেঞ্জে, মানস বড়ুয়া ময়মনসিংহ রেঞ্জে, এসএম মিজানুর রহমান এসএমপি সিলেটে, এসএম আতিক উল্লাহ ঢাকা রেঞ্জে, মো. আবুল মনসুর বরিশাল রেঞ্জে, মোহাম্মদ ইয়াছিন এসএমপি সিলেট, মো. আনোয়ার হোসেন বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আরিফ ইকবাল রাজশাহী রেঞ্জে, মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী রেঞ্জে এবং শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ সিলেট রেঞ্জে, আমিনুল ইসলাম এসএমপি সিলেটে, প্রদীপ কুমার দাস (কোর্ট ইন্সপেক্টর) এসএমপি সিলেটে, মো. আনিছুর রহমান বরিশাল রেঞ্জে, মো. ফজলুল আলম বরিশাল রেঞ্জে, রূপল চন্দ্র দাস (বিপিএ, সারদায় সংযুক্ত) বরিশাল  রেঞ্জে, মো. বদরুল আলম তালুকদার সিলেট রেঞ্জে, মো. হাবিবুর রহমান খুলনা রেঞ্জে এবং টেকনাফ থানার রফিকুল ইসলাম খান বরিশার রেঞ্জে। 
এছাড়া আদেশে আরও বলা হয়, কক্সবাজারের ৮ থানায় কর্মরত সকল উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তার সবাইকে একযোগে বদলি করা হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এর পাঁচ দিন পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ সাত শীর্ষ পুলিশ কর্মকর্তা বদলি করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply