Tuesday , 10 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘কমপ্লিট শাটডাউন’ তুলে নিতে স্বাস্থ্য উপদেষ্টার অনুরোধ
--সংগৃহীত ছবি

‘কমপ্লিট শাটডাউন’ তুলে নিতে স্বাস্থ্য উপদেষ্টার অনুরোধ

অনলাইন ডেস্কঃ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। একই সঙ্গে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগেও একটি তদন্ত কমিটি করা হয়েছে।

রবিবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান উপদেষ্টা। এ সময় তিনি চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতো হয়নি তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা শাটডাউন তুলে নেন।

শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে।

About Syed Enamul Huq

Leave a Reply