Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
করোনাসংক্রান্ত উপসর্গ নেই খালেদা জিয়ার
--ফাইল ছবি

করোনাসংক্রান্ত উপসর্গ নেই খালেদা জিয়ার

অনলাইন ডেস্ক:

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। বুধবার রাতে ডা. জাহিদ গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমি ও ডাক্তার মামুন উনাকে (খালেদা জিয়া) পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। বুধবার উনার করোনা আক্রান্তের ১৪ দিন শেষ হয়েছে। উনার অক্সিজেন স্যাচুরেশন আগের মতো অর্থাৎ ৯৮/৯৯ পারসেন্ট রয়েছে। খাবারের রুচি সব সময় ভালো ছিল, আজও ভালো আছে। উনার শরীরের তাপমাত্রা তিন দিন ধরে একজন সুস্থ মানুষের মতোই। উনার কফ, কাশি নেই। করোনাসংক্রান্ত যে উপসর্গ থাকে তা উনার নেই। শুধু শারীরিক দুর্বলতা আছে। মনে রাখতে হবে, করোনা আক্রান্ত হওয়ার পর এই দুর্বলতা বেশ কয়েক দিন থাকে। গতকালের চেয়ে আজ উনার দুর্বলতা কম।’ উনি বলেছেন, গতকালের চেয়ে আজ তিনি ভালো বোধ করছেন।

তিনি বলেন, ‘চিকিৎসক হিসেবে বলতে পারি, আজ ১৪ দিনের দিন (দ্বিতীয় সপ্তাহের শেষ দিন) উনি করোনা থেকে ভালোর দিকে আছেন। স্থিতিশীল শুধু নয়, এর চেয়ে বেশি উন্নতি হয়েছে। দু-এক দিনের মধ্যে উনার টেস্ট করা হবে। আগামী সপ্তাহে করোনা টেস্টও করা হবে।’

About Syed Enamul Huq

Leave a Reply