Wednesday , 29 November 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কালিগঞ্জে পুলিশি বাঁধায় সমাবেশ করতে পারেনি বিএনপি: আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশি বাঁধায় সমাবেশ করতে পারেনি বিএনপি। এ সময় সমাবেশস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক জানান, শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে ইউনিয়ন বিএনপির সমাবেশ চলছিলো। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। সমাবেশ চলাকালে কালিগঞ্জ থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে সকল কর্মসূচি বন্ধ করে দেয়। এ সময় আটক করা হয় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমানকে। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির ৪ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply