ঝিনাইদহ সদর প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে মোছাঃ জামিলা খাতুন (৪০) স্বামী মো: শরিফুল ইসলাম (৪৫)কে গলা কেটে হত্যা করেছে পাশের বাড়ির করিম নামের এক দুর্বৃত্ত। জানা যায় প্রতিবেশি লম্পট করিম দীর্ঘদিন ধরেই জামিলা খাতুনকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো এবং কু প্রস্তাবে রাজি না হওয়ার কারণে শনিবার ভোর আনুমানিক ৬ টার দিকে নিহত জামিলা খাতুন বাথরুমে গেলে লম্পট করিম এসে আবারো কুপ্রস্তাব দেয়, কিন্তু জামিলা খাতুন রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার ক্ষতবিক্ষত চিহ্ন পাওয়া যায় এবং তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং ঘাতক পাষণ্ড কাজটি করে পালিয়ে যায়। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: শাহিন উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত বিষয়ের তদারকি করেন এবং বিস্তারিত দিক নির্দেশনামূলক ঘটনার মোটিভেশন উদ্ধারে সদর থানাকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। সেসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে দ্রুত এখানে উপস্থিত হয়েছি এখানে জামিলা খাতুন (৪০) নামের একজন নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা যথাযথ তদন্ত সাপেক্ষে শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরো জানান, অন্যায় করে কেউ পার পাবে না,আইন সবার জন্য সমান, পুলিশ জনগণের বন্ধু, অপরাধীকে ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না।