Tuesday , 16 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি:
‘গ্রামীণ উন্নয়নে পর্যটন ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় ‘বিশ্ব পর্যটন
দিবস-২০২০’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার  (২৭ সেপ্টেম্বর) সকালে
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোশিয়েশন (কুটুম),কুয়াকাটা ট্যুরিস্ট বোট
মালিক সমবায় সমিতি লিঃ,বাংলাদেশ পর্যটন কপোরেশন, ট্যুর অপারেটর এসোসিয়েশন
(টোয়াক), হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন  আলোচনা সভা করে।
সকাল দশটায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন
(কুটুম)এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুটুম এর সভাপতি নাসির উদ্দিন বিপ্লব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন পর্যটন হলিডে হোমসের ব্যবস্থাপক সুভাস চন্দ্র নন্দি, বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক, কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন, জনাব মোঃমনিরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিপুর থানা, জনাব মোঃ পান্না মিয়া
হাওলাদার, প্যানেল মেয়র, কুয়াকাটা পৌরসভা, জনাব কাজী সাঈদ, সাধারান সম্পাদক,
কুয়াকাটা প্রেস ক্লাব, জনাব খান এ রাজ্জাক, সহকারী অধ্যক্ষ, কুয়াকাটা খানাবাদ
ডিগ্রি কলেজ, জনাব মোঃ মজিবুর রহমান, সাধারন সম্পাদক, কুটুম। অনুষ্ঠানে
বক্তারা পর্যটন খাতে সরকারের পদক্ষেপ, উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

এর পর সকাল ১১টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন’র উদ্যোগে পর্যটন হলিডে হোমসের হল
রুমে  পর্যটন হলিডে হোমসের ব্যবস্থাপক সুভাস নন্দীর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক
আলোচনা সভা করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশ
বরিশাল বিভাগীয় পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক, কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন,
জনাব মোঃ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিপুর থানা, জনাব মোঃ পান্না
মিয়া হাওলাদার, প্যানেল মেয়র, কুয়াকাটা পৌর সভা,নাসির উদ্দিন বিপ্লব, সভাপতি
কুয়াকাটা প্রেস ক্লাব, হোসাইন আমির সহ-সভাপতি কুটুম, জনী আলমগীর, সভাপতি কুয়াকাটা
ট্যুরিস্ট বোট মালিক সমিতি ।

আলোচনায় সকলেই কুয়াকাটার সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। ট্যুরিস্ট
ভিত্তিক সকল সেক্টরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে টুরিস্ট বান্ধব হিসেবে গড়ে
তুলতে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
প্রতিটি সেক্টরকে আলাদাভাবে চেনার জন্য ব্যবহার করতে হবে। যাতে টুরিস্ট
গন কোন বিভ্রান্ত না হয় আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের
সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাশেষে টোয়াক সদস্যরা সৈকত পরিস্কার
পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করে। এসময় টোয়াক সদস্যরা স্বাস্থ্য সম্মত খাবার
পরিবেশনের জন্য হেড এপ্রোন, হ্যান্ড- গ্লোভস ও মাকস্ সামগ্রী সৈকতের ক্ষুদ্র
ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply