Saturday , 30 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় ইভটিজিং করার অপরাধে আটক ৩ !

কুষ্টিয়া প্রতিনিধি ঃ- কুষ্টিয়া সদরের মৃত্তিাকপাড়া থেকে ইভটিজিং কারার অপরাধে গতকাল তিন বাখাটেকে আটক করা হয়েছে ।ইবি থানা সুত্রে জানা যায়, বখাটে তিন যুবক কুষ্টিয়া সদরের মৃত্তিাকপাড়ায় ইভটিজিং কারার সময় স্থানীয়রা ইবি থানা পুলিশকে খবর দিলে ইবি থানার এসআই সাখায়েতুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় ইফটিজিং করার অপরাধে তিন বাখাটেকে আটক করা হয় ।আটককৃতরা হলেন, মোঃ খোকন শেখ (২০) পিতা- আমজাদ হোসেন, মোঃ রিপন শেখ (২৬) পিতা- মোঃ আইয়ুব এবং মোঃ আকাশ জোয়ার্দ্দার (২০) পিতা- মোঃ আরুন জোয়ার্দ্দার । আটককৃত তিন জনই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষ্ণপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা ।এই ব্যাপারে ইবি থানায় মামলা দায়ের করা হয়েছে । মামলা নং-৫ তাং ১০-১১-২০২০ । গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

About Syed Enamul Huq

Leave a Reply