Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় চাউল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও সদস্য বহিষ্কার

কুষ্টিয়ায় চাউল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও সদস্য বহিষ্কার

 কুষ্টিয়া প্রতিনিধি :

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইপ-১ অধিশাখা, স্মারক নং-৪৬.০০.৫০০০.০১৭.২৭.০০১.১৯-১৩৬৭, তারিখঃ ২৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ/১০ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিম্নোক্ত আদেশ জারী করা হয়।যেহেতু, কুষ্টিয়া জেলার সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ দবির উদ্দীন বিশ্বাস ও একই ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ মারুফুল ইসলাম এর বিরুদ্ধে ওএমএস এর চাল আত্মসাতের অভিযোগে দন্ডবিধির ৪০৬, ৪২০, ও ৩৪ ধারায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়েরকৃত মিস মামলা নং ১/২০ বিজ্ঞ আদালত কর্তৃক আমলে নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক, কুষ্টিয়া বর্ণিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।যেহেতু, কুষ্টিয়া জেলার সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ দবির উদ্দীন বিশ্বাস ও একই ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ মারুফুল ইসলাম এর বিরুদ্ধে ওএমএস এর চাল আত্মসাতের অভিযোগে দন্ডবিধির ৪০৬, ৪২০, ও ৩৪ ধারায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়েরকৃত মিস মামলা নং ১/২০ বিজ্ঞ আদালত কর্তৃক আমলে নেওয়ায় জনস্বার্থে তাঁদের ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।সেহেতু, কুষ্টিয়া জেলার সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ দবির উদ্দীন বিশ্বাস ও একই ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ মারুফুল ইসলাম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যান ও সদস্যকে তাঁদের স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।

About Syed Enamul Huq

Leave a Reply