Monday , 14 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের আমৃত্যু কারাদন্ড

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের আমৃত্যু কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা গৃহবধু ধর্ষণ মামলায় মো. জুয়েল (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। রোববার ( ০১ নভেম্বর) সকাল বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত জুয়েল কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের মো. বিল্লালের ছেলে।আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ মার্চ রাতে এজাহারকারী মো. রিংকু শেখের অনুপস্থিতিতে তার স্ত্রী সানজিদা আফরিনকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মো. জুয়েল। এ ঘটনায় ধর্ষিতার স্বামী জুয়েলকে আসামী করে কুমারখালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। কুমারখালী থানা পুলিশ ২০১৯ সালের ২৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আজ এই রায় ঘোষনা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাড. আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply