Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মনির হাসান রিন্টু সাময়িকভাবে বরখাস্ত

কুষ্টিয়ায় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মনির হাসান রিন্টু সাময়িকভাবে বরখাস্ত

কুষ্টিয়া প্রতিনিধি :- কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৯ নং চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টুর বিরুদ্ধে গত ২ বছর আগে ৮ জুন ২০১৮ ইং তারিখে ভিজিডির বরাদ্দকৃত ২৪৯ বস্তা (৭.৪৭০ মে.টন) চাউল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে রিপোর্ট  সত্য প্রমান হওয়ায় কুষ্টিয়া বর্নিত ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টুর বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১)  অনুযায়ী তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখা ৪৬.০০.০০০০.০১৭.৯৯.০২২.১৭(অংশ-২) -৯৯৮ নং স্বারকের একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২ বছর আগে ৮ জুন ২০১৮ ইং তারিখে ভিজিডির বরাদ্দকৃত ২৪৯ বস্তা (৭.৪৭০ মে.টন) চাউল আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার স্থানীয় এবং জাতীয় পত্রিকায় চেয়ারম্যান মনির হাসান রিন্টুর বিরুদ্ধে দূর্নিতীর  সংবাদ প্রকাশ হবার পর তার বিরুদ্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়  থেকে একটি তদন্ত কমিটি গঠন হয়। উক্ত তদন্তে মনির হাসান রিন্টুর বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমান মিললে তাকে সাময়িকভাবে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। এ ব্যাপারে চেয়ারম্যান মনির হাসান রিন্টুর সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply