Tuesday , 16 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় র‍্যাবের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও ছিনতাইকারী চক্রের সদস্য ভুয়া ডিবি সহ গ্রেফতার – ৫

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের বিশেষ অভিযানিক দল কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ৬৬৪ (ছয়শত চৌষট্টি)  পিস ইয়াবা ট্যাবলেট ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য ভুয়া ডিবি সহ ৫ জনকে গ্রেফতার করেছে। ২৫ ফেব্রুয়ারীত রাত থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারী সারাদিন এ অভিযান পরিচালনা হয়। র‍্যাব জানায়, কুষ্টিয়া জেলা বর্তমানে অপরাধ জগতের এলাকায় পরিনত হয়েছে। আর এ অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প ব্যাপক তৎপরভাবে নিরলসভাবে  কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাবের একটি চৌকষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ রাত সাড়ে ১০ টার সময় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পৌরসভাস্থ বাসষ্ট্যান্ড সংলগ্ন ফ্রেন্ডস হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পঁাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে ৩১০ (তিনশত দশ) পিছ ইয়াবা ট্যাবলেট-, যাহার আনুমানিক মুল্য ১,৫৫,০০০/- (একলক্ষ পঞ্চান্ন হাজার) টাকা, ২টি মোবাইল ফোন-,৫টি সীমকার্ড- ও নগদ ৬০৫/- (ছয়শত পঁাচ) টাকা সহ  আসামি ১। মোঃ আকরাম হোসেন (৪০), পিতা-মৃত নুরউদ্দিন শেখ, সাং-দূর্গাপুর পূর্বপাড়া, আসামি  ২। মোঃ মামুন মোল্লা (৩০),পিতা মোঃ নজরুল মোল্লা, সাং-দয়ারামপুর, উভয় থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। অপরদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সরকারী কর্মকর্তা পরিচয় ধারণ পূর্বক প্রতারনা, ভূয়া র‍্যাব পরিচয়, ভূয়া পুলিশ পরিচয়, অপহরণ, ছিনতাই, মলম পার্টি ও প্রতারক চক্রের ব্যাপক হিড়িক লেগেছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাবের একটি চৌকষ অভিযানিক দল উক্ত বিষয়ের উপর নিবীর নজরদারী সহ অধিকতর গোয়েন্দা তৎপর বৃদ্ধি করেন। এই চক্রের মূল টার্গেট হলো রাত্রিকালীন সময়ে দূর পারলার মালবাহী ট্রাক, প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ী ও ভূক্তভূগীর নিকটে হতে টাকা পয়সা ছিনিয়ে নিত এবং অনেক’কে আটকে রেখে অস্ত্রের মুখে বিকাশ ও নগদ এর মাধ্যমে টাকা দিতে বাধ্য করতো। এমন গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল২৬ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ভোর সাড়ে ৬ টার সময় “কুষ্টিয়া জেলার মডেল থানাধীন পূর্ব মজমপুর খ্রিষ্টান ধর্মীয় কবর স্থান এর পশ্চিম উত্তরে কথিত বারী চৌধুরীর মাঠ হতে” একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি খেলনা পিস্তল-, ১টি টর্চ লাইট-, -১টি,বাঁশি,২টি ভূয়া আইডি কার্ড-,৪টি মোবাইল ফোন-,৩টি সীমকার্ড ও নগদ-২৪০/- টাকা সহ ১ জন ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী  আসামী মোঃ রনি আহম্মেদ (২৮), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-বলিদাপাড়া (মাঠপাড়া), থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। র‍্যাবের আরেকটি অভিযানিক দল ২৬ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন মালি গ্রামস্থ বরকত ফিলিং ষ্টেশনের এর সামনে পঁাকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে ১৬০ (একশত ষাট) পিছ ইয়াবা ট্যাবলেট,যার আনুমানিক মুল্য অনুমান ৮০০০০/- (আশি হাজার),টাকা, ১টি মোবাইল ফোন-,২টি সীমকার্ড-, ও নগদ ৫০০/- (পাচঁশত) টাকা সহ আসামী মোঃ আকাশ হোসেন (২২), পিতা-মোঃ আজাদ সরদার, সাং-থানা পাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। অন্যদিকে র‍্যাবের আরেকটি অভিযানিক দল একই দিন ২৬ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ দুপুর আড়াইটারসময় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন সুলতানপুর গ্রামস্থ রাজু পোল্ট্রি ফার্ম এর সামনে পঁাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭৪ (একশত চুয়াত্তর) পিছ, ইয়াবা ট্যাবলেট,যার আনুমানিক মুল্য ৮৭,০০০/- (সাতাশি হাজার), টাকা,১টি মোবাইল ফোন-, ১টিসীমকার্ড- সহ  আসামী মোঃ রিপন খাঁন (৫০), পিতা-মৃত আতিয়ার রহমান খাঁন, সাং-এলাঙ্গী, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায়,মডেল থানায়,ও খোকসা থানায় পৃথক পৃথক আইনে পৃ্থক পৃথক মামলা দায়ের করা করে গ্রেফতারকৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায়, মডেল থানায়, ও খোকসা থানায় সোপর্দ করেছে র‍্যাব। এ বিষয়ে র‍্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন, অপরাধী যেই হোক র‍্যাবের হাত থেকে কেউ বাচতে পারবেনা। এই ধরণের প্রতারক চক্র ও মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান সচল রেখে মাদকমুক্ত ও  প্রতারনা মূলক সমাজ মুক্ত সোনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। 

About Syed Enamul Huq

Leave a Reply