Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি অবশেষে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি অবশেষে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো

কুষ্টিয়া প্রতিনিধি:  কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি অবশেষে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের এ আখড়াবাড়ি। গতবছর দোল পূর্ণিমার উৎসবও ছোট পরিসরে করা হয়। আর এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়। এ আখড়াবাড়ি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র আগে খুলে দেয়া হলেও লালন আখড়াবাড়ি বন্ধ ছিল। তবে শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তে আখড়াবাড়ি খুলে যাওয়ায় খুশি সাঁইজির ভক্ত ও দর্শনার্থীরা।  লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, ভক্তদের কথা মাথায় রেখে আখড়াবাড়ি খুলে দেয়া হয়েছে। তবে সেখানে আসা ভক্ত ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply