Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুয়েটে ‘বিজনেস মডেল ডেভেলপমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

কুয়েটে ‘বিজনেস মডেল ডেভেলপমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধিঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘বিজনেস মডেল ডেভেলপমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনস্থ সভাকক্ষে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. উটজ ডর্নবার্গার, ইউনিভার্সিটি অব লিপজিং, এসইপিটি কমপিটেন্স সেন্টার,  জার্মানী ও ড. বোগাজ উইসনিকি, মেরিটাইম ইউনিভার্সিটি অব সিচিকিন, পোল্যান্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জায়েদুল ইসলাম। কুয়েটসহ দেশ-বিদেশের বিভন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধতাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ওয়ার্কশপে বিজনেস মডেল ক্যানভাস, আইডিয়া এন্ড স্টার্টআপ শোকেসিং এবং নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।উল্লেখ্য, মেলবু (মেলবু- বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ে আরও উদ্যোক্তা জীবন) প্রকল্পের আওতায় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উল্লেখিত প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ইতোপূর্বে মেলবু আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কুয়েটের শিক্ষার্থীরা শীর্ষস্থান অধিকার করতে সক্ষম হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply