Thursday , 10 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কেপিসি নির্বাচনে রাকিব হোসেন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত
--প্রেরিত ছবি

কেপিসি নির্বাচনে রাকিব হোসেন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

লক্ষীপুর প্রতিনিধি:
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা শিক্ষিত , সচেতন, বিবেকবান  এবং সৎ সাহসী মানুষের প্রতীক। এক কথায় অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। মহান এই পেশাকে কিছু অপেশাদার, অশিক্ষিত, ও স্বার্থপর লোক দেশের বিভিন্ন অঞ্চলে খুব নগ্নভাবে কলুষিত করছে। দেশের এই কঠিন বাস্তবতায় অপেশাদার  সাংবাদিকদের মুখোশ উন্মোচন সহ রাজধানীর কদমতলী থানা এলাকায়  বসবাসরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয় কদমতলী প্রেসক্লাব ঢাকা। ২০১২ সালে ১০ ফেব্রুয়ারিতে কদমতলী প্রেসক্লাব আত্মপ্রকাশ করে যা  পরবর্তীতে একঝাঁক সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী একতাবদ্ধ সাংবাদিক সংগঠনে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাজধানীর মেরাজনগর গিয়াস সুপার মার্কেটের ২য় তলায় সারাদিন ব্যাপী উৎসব মূখর পরিবেশে কদমতলী প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি ওয়ারী জোনের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার,কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৩-২০২৫ মেয়াদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি  হিসেবে নির্বাচিত হোন এস এইচ শিবলী, সাধারণ  সম্পাদক হিসেবে নির্বাচিত হোন জাকির এইচ তালুকদার। উক্ত প্রোগ্রামে বিপুল সংখ্যক সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে
সম্মানিত কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন সাংবাদিক রাকিব হোসেন মিলন। জানা যায় সাংবাদিক রাকিব হোসেন মিলন উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিকতা ও লেখালেখির সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত। ছাত্র জীবন থেকেই তিনি সাংবাদিক সংগঠন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনে সফল নেতৃত্ব দিয়ে এসেছেন। ইংরেজি সাহিত্যে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে তিনি সাংবাদিকতার উপর স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। কদমতলী থানা প্রেস ক্লাব, ঢাকা এর কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সহকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিক রাকিব হোসেন মিলন সকলের কাছে দোয়া প্রত্যাশী।

About Syed Enamul Huq

Leave a Reply