Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ক্যারাম বোর্ড খেলার আড়ালে জমজমাট জুয়া ও মাদক সেবন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানার নলতা ইউনিয়নের প্রতিটি চায়ের দোকান যেন মিনি ক্যাসিনোতে পরিণত হয়েছে। ধ্বংসের পথে যুব সমাজ। ২২/০৯/২০২০ তারিখে সময় অসময় পত্রিকার এক খবরের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ক্যারাম বোর্ড খেলা বন্ধের নির্দেশ দেন। কিন্তু তা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী যুব সমাজকে ধ্বংসের এই খেলা প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে। কিছু ব্যবসায়ী সাময়িকভাবে খেলা বন্ধ রাখলেও তা আবার ধিরে ধিরে আগের মতই শুরু হয়েছে। এ বিষয়ে প্রশাসনের তেমন কোন নজরদারি বা হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। নলতার প্রতিটি মোড়ে মোড়ে লক্ষ্য করলে দেখা যায়,শত শত যুবক মেতে উঠেছে এই ধ্বংসাত্বক খেলায়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারনে স্কুল কলেজ বন্ধ থাকায় যুব সমাজ আসক্ত হয়ে পরছে এই ধ্বংসাত্বক খেলায়। প্রশাসন কঠোর হস্তক্ষেপ না করলে ধ্বংস হয়ে যাবে হাজারো যুবকের উজ্জল ভবিষ্যৎ। দিনে দিনে কিশোর ও যুব অপরাধ বেড়েই চলেছে। এর প্রধান কারন অনিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা। দেশের উজ্জল ভবিষ্যতের কান্ডারি যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে প্রসাশনের আশু কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। নয়তো আবারো খুব শিগগিরই তৈরি হবে নয়ন বন্ড, এরশাদ শিকদারের মত শীর্ষ সন্ত্রাসী। গভীর চিন্তার বিষয়, যে যুব সমাজের উচিত নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা, দেশের কথা ভাবা তারা আজ বিপথে চালিত হচ্ছে। তাই যুব সমাজকে আলোরপথে ফিরিয়ে আনার জন্য দ্রুত ধ্বংসাত্বক ক্যারাম বোর্ডা খেলা বন্ধের দাবি সচেতন দেশপ্রেমিক নাগরিকদের। তারা দাবি জনান, এ ব্যাপারে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। একমাত্র প্রশাসনই পারে যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে। ধ্বংসাত্বক খেলা ক্যারাম বোর্ড বন্ধ হোক, এ প্রত্যাশা সকলের।

About Syed Enamul Huq

Leave a Reply