Saturday , 1 April 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ক্রিকেটের ছেলে  ক্রিকেটে ফিরেছে
-- ‍

ক্রিকেটের ছেলে ক্রিকেটে ফিরেছে

খেলা ডেস্কঃ

সাজঘরে দুই হাত বাড়িয়ে সাকিব আল হাসানকে স্বাগত জানাতে প্রস্তত বাংলাদেশ দল মাহমুদউল্লাহ তাই মনে করেন। সাকিব এক বছরের জন্য নিষিদ্ধ হলে টি ২০ অধিনায়ক হন মাহমুদউল্লাহ।আজ নিষেধাজ্ঞমুক্ত হয়েছেন সাকিব। এখন তিনি যুক্তরাষ্ট্রে।ফিরতে পারেন নভেম্বের শুরুতে।১৫ নভেম্বর টি ২০ টুর্নামেন্ট দিয়ে ফিরবেন ক্রিকেট ইএসপিএন ক্রিকইনফোকে মাহমুদউল্লাহ বলেছেন, আমাদের সাকিব ঘরে ফিরেছেন।আমি খুবই খুশি। বাংলাদেশ ক্রিকেট দলে এত বছর ধরে সাকিব সেরা খেলোতাড়। ড্রেসিংরুমে তাকে ফিরে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমারা। আবার তার সঙ্গে দেখা ও কথা হবে,সময় কাটাতে পারব তার সাঙ্গে,ভাবতেও ভাল্লাগে।

About Syed Enamul Huq

Leave a Reply