Sunday , 26 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খাগড়াছড়ির তা্ইন্দং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির তা্ইন্দং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার উপজেলার তাইন্দং  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১৭ অক্টোবর) সকালে তাইন্দং ইউনিয়ন পরিষদের হল রুমে বিট পুলিশিংসভায় তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে‘বিট পুলিশিং সফল করি-অপরাধ মুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যের ব্যানারে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ  মোহাম্মদ আলী প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,অফিসার ইনচার্জ বলেন, জনগনের কাছাকাছি গিয়ে সেবা পৌঁছে দিতেই পুলিশিং বিট গঠন করা হবে। থানার একজন অফিসার এর তদারকিতে থাকবেন। বিট তদারকি কর্মকর্তাকে তথ্য দিয়ে সহযোগিতা দেয়ার জন্য ইউপি সদস্য ও স্থানীয় জনগণকে অনুরোধ জানানো হয়। প্রতিদিনের বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতির মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। সভাপতি বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে ধর্ষণ, মাদক  বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। কোন জায়গায় অপ্রীতিকর কোন কিছু উপলব্ধি করলে সাথে সাথে পুলিশের সরকারি ফোন নাম্বারে জানানোর জন্য পরামর্শ দেন তিনি। এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে।

এএসআই আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  তাইন্দং মোহাম্মদীয়া দাখীল মাদ্রাসার সুপার আ ন ম আঃ করিম,তাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ লতিফ,তাইন্দং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নুরুন্নবী, বক্তব্য রাখেন , তাইন্দং উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাশেদা বেগম,তাইন্দং ইউনিয়ন পরিষদের মেম্বার শাহিন সরকার ,অহিদ মেম্বার, উপস্থিত ছিলেন নুরজাহান বেগম, আমেনা বেগম, পারুল বেগম,জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম  প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply