Monday , 5 June 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

খুলনার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনা অফিসঃ খুলনা বড়বাজার জুতা পট্টি এলাকায় দুপুর ১ টায় বড়বাজার ভৈরব স্টান্ড রোড এলাকায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ড গোডাউন এবং দোকান সহ প্রায় ২০ টি দোকানে আগুন লাগে। যার মধ্যে নাহিদ ছাতার দোকান ও গোডাউন, অংশুমানি কাসা পিতলের দোকান, নিউ কংশু কাঁসা পিতলের দোকান, সু রুসি কাপড়ের দোকান,খান ট্রেডিং সিলভারের দোকান, গোলক কাপড়ের দোকান, গাজী এলমনিয়াম সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সনাতন ধর্ম অবলম্বীদের দুর্গাপূজার ছুটি থাকার কারণে সকল দোকান বন্ধ ছিল । এজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বড়বাজার সমন্বয়ে সমিতির সভাপতি গাজী শাহ আলম বলেন,প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। খুলনা ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন বলেন ,আগুন নিভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক যোগে কাজ করে ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

About Syed Enamul Huq

Leave a Reply