Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খুলনার বাদামতলা বিআরটিএ কার্যালয়ে র‌্যাবের অভিযানে ৩০ দালাল আটক, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৬জনকে অর্থদন্ড প্রদান

খুলনার বাদামতলা বিআরটিএ কার্যালয়ে র‌্যাবের অভিযানে ৩০ দালাল আটক, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৬জনকে অর্থদন্ড প্রদান

খুলনা অফিসঃ খুলনার বাদামতলার বিআরটিএ কার্যালয়ে র‌্যাবের ছয় ঘন্টাব্যাপী অভিযানে ত্রিশ দালালকে আটক করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) অভিযানের পর আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতের মধ্যে ১৯জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৬জনকে অর্থদন্ড এবং বাকী ৫জনকে মুচলেকা দিয়ে অব্যাহতি প্রদান করে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।খুলনা বিআরটিএ’র বিভাগীয় কার্যালয়ে সম্প্রতি দালালচক্রের দৌরাদ্র বৃদ্ধি পাওয়ায় খুলনা জেলা প্রশাসন, র‌্যাব-৬ ও বিআরটিএ সমন্বয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৬) একটি টিম গতকাল রবিবার র‌্যাব-৬ অভিযান পরিচালনা করেন। ছয় ঘন্টাব্যাপী অভিযানে বিআরটিএ ও পার্শবর্তি এলাকা থেকে ৩০জনকে আটক করে র‌্যাব। পরে তাদেরকে ব্যপোক জিজ্ঞাসাবাদ শেষে ৫জনের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকী ২৫জন দালালকে খুলনা জেলা প্রশাসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আল আমিনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযোগ স্বিকার করায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়। বিনাশ্রম দন্ডপ্রাপ্তদের মধ্যে জহিরুল ইসলাম(২৮), জাকির হোসেন(৪০), আব্দুল কাদের(৩৭), আহাদ আলী(৩০), মাসুম হোসাইন(৩০), রুহুল আমীন টুটুল((৫০), রাইসুল ইসলাম রাকিব(৩০), মোক্তার হোসেন(৪৮)কে এক মাস করে। আব্দুর রাজ্জাক(২৫), সুভাষ চন্দ্র সরকার(৬০), মনিরুল ইসলাম(২৯), মো. রবিউল মোল্যা(২৬), শেখ নাইম(৩০), আহসান হাবিব(৪৮), বেলাল হোসেন(৩৫), ইকবাল বেগম(৪০)কে ১৪দিন করে ও দেবাশীষ দে-কে ১০দিন, বিশ্বজীৎ ও ইকলাস হোসেনকে-৭দিন, বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং সোহেল রানা(৩৫)কে ২০ হাজার টাকা, জাহিদুল ইসলাম, আতিয়ার রহমান ও কামাল হোসেন(৪৯)কে ১০ হাজার টাকা করে, আরিফুজ্জামানকে ৩হাজার টাকা ও  রাজিব মল্লিককে ২শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান শেষে র‌্যাব-৬ এর  সিও লে. কর্নেল মো. মোস্তাক আহম্মেদ উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, বিআরটিএতে অভিযান পরিচালনার  আগের থেকে র‌্যাবের একাধিক টিম বিভিন্ন তথ্য উপার্থ সংগ্রহ করে নজরদারীতে রাখা হয়। সরকারি প্রতিষ্ঠানটিতে দালাল চক্রের হয়রানি ও দৌরাত্ম্য বন্ধে র‌্যাব ৬ এর উপঅধিনায়ক মেজর আব্দুর রকিবের নেতৃত্বে বিআরটিএতে অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৩০জনকে আটক করা হয়। এর মধ্যে ৫জনের বিরুদ্ধে অভিযোগ প্রমান না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় বাকি ২৫জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আল আমিন পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ১৯জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ৬জনকে ৫৩ হাজার ২শ টাকা অর্থদন্ড দেওয়া হয়।বিআরটিএ খুলনা কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী তানভীর আহম্মেদ বলেন, সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি বন্ধে এবং প্রতিষ্ঠানে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে র‌্যাবকে অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানান হয়েছিল। র‌্যাবের এ ধরণের অভিযানে ফলে প্রতিষ্ঠানের সেবার গুনগত মান বজায় রাখা সম্ভব । এ ধরণের অভিযান অব্যাহত রাখলে সেবার মান আরো বৃদ্ধি পাবে।

About Syed Enamul Huq

Leave a Reply