Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. ইউনূসকে সিপিজের চিঠি

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. ইউনূসকে সিপিজের চিঠি

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সিপিজের ওয়েবসাইটে সোমবার (১১ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ড. ইউনূসকে লেখা চিঠিতে সাংবাদিকদের হয়রানি না করাসহ বিভিন্ন পরামর্শও তুলে ধরা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে চিঠিটি লিখেছেন সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ।

সাংবাদিকদের কাজের প্রতিশোধ নিতে তাঁদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে সিপিজের চিঠিতে। ‘আওয়ামীপন্থী’ যে সাংবাদিকদের আটক করা হয়েছে, তাঁদের বিচারের ক্ষেত্রে মৌলিক মানবাধিকার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর হামলার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সিপিজে। বিশেষ করে ২০২৪ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সাংবাদিক হাসান মেহেদী ও মোহাম্মদ তুরাবের ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষম তদন্ত নিশ্চিত করে সঠিক বিচার সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply