Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে : ফরহাদ মজহার
--সংগৃহীত ছবি

গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে : ফরহাদ মজহার

অনলাইন ডেস্কঃ
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘আইন ও রাজনীতির সম্পর্ক আমরা বুঝি না বলে এবার গণ-অভ্যুত্থানটা ব্যর্থ হয়েছে।’শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত ‘দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।ফরহাদ মজহার বলেন, ‘ব্যর্থ হওয়াটা জরুরি ছিল, যাতে আমরা টের পাই আমাদের অজ্ঞতা, আমাদের বেহুঁশ অবস্থা। এটা আমাদের ভুল দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের কথা বলি জনগণকে উপেক্ষা করে। আমরা গণ-অভ্যুত্থানের পরেও জনগণকে উপেক্ষা করি, এটা অদ্ভুত ব্যাপার। এত মানুষ শহীদ হয়ে গেল, এত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে, তার পরও কিন্তু আমরা জনগণকে উপেক্ষা করেছি। এটা ঠিক নয়।’
এ রাষ্ট্রচিন্তক বলেন, ‘সংবিধান শব্দটা সঠিক নয়। এটা ঔপনিবেশিক শক্তি ব্যবহার করে। তারা যাদের শাসন করবে, তাদের শাসন করার জন্য আইন প্রণয়ন করা হয়।
এটাকেই বলা হয় সংবিধান। গণতন্ত্রে শাসিত ও শাসক বলে কোনো পার্থক্য থাকতে পারে না। গণতন্ত্রে জনগণ নিজের শাসক।’তিনি বলেন, ‘৭২ সালে আপনি যাদের পাকিস্তানের গঠনতন্ত্র বানানোর জন্য ভোট দিয়েছেন, তারাই ফিরে এসে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করল। তারা শাসন করতে যেটা চেয়েছে, সেটাই করেছে।

About Syed Enamul Huq

Leave a Reply